• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

গ্রামকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষে প্রকল্প হাতে নিয়েছে সরকার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

দেশের সব গ্রামকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষে প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ৮ বিভাগের ১৫ গ্রামকে শহরের ‍সুবিধায় আনা হবে। নিরাপদ পানি, পয়নিস্কাশন, উন্নত সড়ককে গুরুত্ব দেয়া হচ্ছে্র। ফলে শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমে আসবে, চাপ কমবে শহরে। 

বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ। বাস্তবায়নে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এর অংশ হিসেবে কমানো হবে শহর ও গ্রামের ব্যবধান। এরই ধারাবাহিকতায় গ্রামকে শহরের আদলে সাজাতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগে ১৫টি গ্রাম এবং পরবর্তীতে ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশের সব গ্রামই এর অন্তর্ভুক্ত হবে। ২০১৮ সালের নির্বাচনী অঙ্গীকার থেকেই এ প্রকল্পের বাস্তবায়ন শুরু করে সরকার। কারিগরী টিম এরই মধ্যে কাজও শুরু করেছে।

নিরাপদ পানি, পয়নিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি উন্নত এবং টেকশই সড়ক নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার । নাগরিকদের মৌলিক চাহিদার পাশাপাশ নিজস্ব সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তৈরি করা হবে দেশের সব গ্রাম।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –