• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

টিকা কিনতে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা কিনতে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার গণভবনে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহান প্রকাশ।

পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান।

ইমরুল কায়েস জানান, করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন মনমোহন প্রকাশ। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে বলেও জানিয়েছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সব অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড খুলে দেয়ায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তার সরকার ঢাকা-বরিশাল-পটুয়াখালী রেললাইন নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –