• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁও রেশম কারখানা পরিদর্শন করলেন রেশম বোর্ডের মহাপরিচালক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

দেশে সরকারীভাবে পরিচালিত দুটি রেশম কারখানার মধ্যে রাজশাহী রেশম কারখানা সম্প্রতি  চালু হলেও বন্ধ হয়ে পড়ে আছে ঠাকুরগাঁও রেশম কারখানাটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন কারখানাটি পুনরায় চালু করা যায় কিনা সে বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক মু: আব্দুল হাকিম।


সোমবার (১২ অক্টোবর) দুপুরে পরিদর্শনকালে মহাপরিচালক বলেন, এ উদ্দেশ্যে ৯ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। এই কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে একটা ষ্টিমেট তৈরী করবে। সেই ষ্টিমেটের ভিত্তিতে ই-টেন্ডার করা হবে। এটা সময়সাপেক্ষ বলে তিনি জানান।  


পরিদর্শন শেষে তিনি টেকনিক্যাল কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,  নেসকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার হোসেন ও অন্যরা।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –