• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁও সদর হাসপাতালের ৬ চিকিৎসক করোনায় আক্রান্ত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

গত ২ সপ্তাহে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই কোয়ারেন্টাইনে রয়েছেন। ফলে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। 

আক্রান্তরা হলেন- ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল ইসলাম চপল, শিশু বিশেষজ্ঞ ডা. শাহ্ নেওয়াজ, চক্ষু বিশেষজ্ঞ ডা.আশরাফুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা. রোকেয়া সাত্তার, কার্ডিওলজিস্ট ডা. রেজাউল করিম শিবলু, মেডিকেল অফিসার ডা. জিপি সাহা।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগীদের সেবা দিতে কিছুটা সমস্য হলেও তারা রোগীদের সেবা চালিয়ে যাচ্ছেন। 

তিনি বলেন- প্রধানমন্ত্রীর নির্দেশনামত আমরা করোনা রোগীদের শুরু থেকেই সেবা দিয়ে যাচ্ছি। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের হাসপাতালের সকলের জন্য সুরক্ষা সামগ্রী দিয়েছেন। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও প্রশাসন আমাদের সার্বিক খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৬৯ জন, যাদের মধ্যে ২৯২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয়েছে ৯ জনের।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –