• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় আবারও বাংলাদেশি নিহত

দৈনিক ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯  

ঠাকুরগাঁওের সীমান্ত এলাকায় আবার বাংলাদেশি নিহত হয়েছে । হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সামীন্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেছে যুবক জেনারুল।

মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত জেনারুল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে। 

এ  নিয়ে শুধু জানুয়ারি মাসেই এই এলাকার তিন জন নিহত হলেন সীমান্ত এলাকায়।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নং সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে।

এসময় মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই জেনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকিরা পালিয়ে আসে।

৪২ বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক জানান, নিহত জেনারুলের লাশ আইনী প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেয়ার কথা রয়েছে। মরদেহ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে নিশ্চিত করেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –