• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯  

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী  সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।  সে ওই উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের মো: হাকিম উদ্দিনের ছেলে। 

গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, শুক্রবার ভোরে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ নম্বর পিলার এলাকার কাটাতারের পাশ থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও ডান হাত ভাঙ্গা রয়েছে বলে জানান স্থানীয় ওই ইউপি চেয়ারম্যান। গত রাতে ওই গ্রামে ৮/১০জন ভারতের প্রবেশের চেষ্টা করে। কামালকে কারা হত্যা করেছে এটা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরী জানান, এক বাংলাদেশি মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। সেখানে বিষয়টি খোলাসা হবে বলে জানান তিনি। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –