• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ে অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ‘মা ও শিশু’ সমাবেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

অপুষ্টিত জনিত অন্ধত্ব রোধ, র্দীঘমেয়াদি ডায়রিয়া ও শিশুদের হাম থেকে রক্ষা ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা  বিষয়ক ঠাকুরগাঁওয়ে মা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে সোমবার বিকালে স্থানীয় সেফ হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে একটি বেসরকারি সংস্থা সচেতনতামূলক এই সমাবেশ আয়োজন করে ।  
এতে বক্তব্য রাখেন অনিমেশ কুমার আর্চায্য, রফিকুল ইসলাম, রেজাউন নবী প্রমুখ । 


আয়োজকরা বলেন, শিশুর মা-বাবা যেন নিকটস্থ কেন্দ্রে গিয়ে তাঁর শিশুকে ভিটামিন ’এ’ ক্যাপসুল খাইয়ে আনেন তা ’ নিশ্চিত করতে সরকারের গ্রহীত এই কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে  ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারীসহ ১৭টি জেলায় সভা, লিফলেট বিতরণসহ প্রচারনা চালানো হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –