• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁওয়ে ইটভাটায় মা‌লিক‌কে দুই লাখ টাকা জরিমানা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২১  

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপ‌জেলায় অবৈধভাবে কৃষি জমিতে ইট প্রস্তুতের দায়ে ভাটা মালিক দানেশ ও ম্যানেজার হিরালালকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সা‌থে ৩০ দিনের মধ্যে ভাটা সরানোর নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মো.গোলাম রব্বানী। মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গীর বিশ্রামপুরে মিরাজ ১ ও মিরাজ ২ ভাটায় অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বন ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন।

এ সময় ভাটা ভাংগার যন্ত্র ইস্কেবেটর গাড়ি, ভাটায় আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, পুলিশ, আনসার ও দমকল বাহিনীর সদস‌্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার গোলাম রব্বানী জানান, স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের রিক্যুইজিশন মোতাবেন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই দুই লক্ষ টাকা জরিমানাসহ ইট ভাটা সরানোর জন্য ৩০ দিন সময় দেওয়া হ‌য়ে‌ছে ভাটার মা‌লিক‌কে । সময় ম‌তো না সরালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –