• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাটালেন পুত্র

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

বসত ভিটার জমি নিয়ে বিরোধের জেরে ইট দিয়ে পিতার মাথা ফাটানোর অভিযোগ প্রভাষক ছেলে সোহেল রানা বিরুদ্ধে। রক্তাক্ত পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছে তার বড় ছেলে স্কুল শিক্ষক হানিফ। সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের জগথা বিলডাংগী মহল্লায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রভাষক ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বড় ভাই। সোহেল রানা উপজেলার লোহাগাড়া ডিগ্রী কলেজের প্রভাষক আর হানিফ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে। 

লিখিত অভিযোগে জানা যায়, বসত ভিটার ৪ শতক জমি নিয়ে পৌর শহরের জগথা বিলডাংগী মহল্লার নজরুল ইসলাম ও তার বড় ছেলে হানিফের সাথে বিরোধ দেখা দেয় ছোট ছেলে প্রভাষক সোহেল রানার। এর জেরে সোমবার দুপুরে বাড়ির অঙ্গিনায় ইট দিয়ে পিতা নজরুলের মাথায় আঘাত করেন সোহেল রানা। এতে রক্তাক্ত জখম হয় পিতা নজরুল। পিতার এ অবস্থা দেখে বড় ছেলে হানিফ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সারা হেমরম বলেন, তার মাথায় ৪ টা সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত আছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, পারিবারিক মারামারি এটি। তাদের আগে চিকিৎসা নিতে বলেছি। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –