• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার জাবারহাট ইউনিয়নের বড়বাড়ি গ্রামে রীতা রানী (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রীতার মা কমলা রানী জানান, ঘরের দরজা খুলে প্রবেশ করে রীতার ঝুলন্ত  লাশ দেখে চিৎকার দিলে নিহতের স্বামী সুষেন চন্দ্র রায় ( ৩২) ঘরে প্রবেশ করেন। পরে পীরগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

এলাকাবাসী জানান, রীতা রানি দুই সন্তানের জননী। প্রায় দুই মাস যাবত অসুস্থ ছিলেন। এক মাস ধরে বাবার বাড়িতেই ছিলেন। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান থাকায় গত সোমবার (৫ এপ্রিল) মায়ের সাথে স্বামীর বাসায় আসে। আজ অনুষ্ঠানের শেষে দুপুরে নিজ শয়ন কক্ষে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –