• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে জুট মিলে অগ্নিকাণ্ড: কোটি টাকার উৎপাদিত পণ্য ভস্মীভূত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

ঠাকুরগাঁওয়ে জুট মিলের অগ্নিকাণ্ডে কোটি টাকার উৎপাদিত পণ্য ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুরে শহরের সেনুয়াপাড়া এলাকার সুপ্রিয় জুট মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সুপ্রিয় জুট মিলের সুপ্রিয় গ্রুপের চেয়ারম্যান বাবলুর রহমান বাবলু জানান, মিলের কার্যক্রম ঠিক ভাবেই চলছিলো। দুপুরে হঠাৎ আমার কর্মচারীরা চিৎকার করলে জানতে পারি মিলের যে অংশে উৎপাদিত পণ্য পাটের বস্তা ও ব্যাগ রাখা হয় সেখানে আগুন ধরেছে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু পাট পণ্য তাই আগুনটাও খুব দ্রুত ছড়িয়েছে। ভস্মীভূত হওয়া সবই উৎপাদিত পণ্য, তাই ক্ষতির পরিমানটাও বড়। এ অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক রফিকুজ্জামান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বৈদ্যুতিক গোলযোগের কারণেও এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধরাণা করা হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –