• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২১  

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ করেন। মুজিববর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই ম্যারাথনে।ম্যারাথনটি বড় মাঠ থেকে শুরু হয়ে ২ কিলোমিটার অতিক্রম করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে মুজিববর্ষ চত্বরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –