• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া খেটে খাওয়া দিনমজুরদের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা। 

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার কর্মহীন খেটে খাওয়া দিনমজুর, গরীব ও অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে বিনামূল্যে শুকনা খাবার চাল, ডাল, আলু লবনসহ করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক, সুরক্ষা সাবান বিতরণ করেছেন বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাসান আলী।

বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাসান আলী জানান, সরকারের পাশাপাশি করোনায় কর্মহীন পড়ে পড়া সাধারণ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি আমরা। এ কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের অন্যান্য সদস্যের সাথে নিয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি শুকনা খাবার, মাস্ক ও সুরক্ষা সাবান দিচ্ছি।তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। 

তাছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, ঘরের ভিতরে থাকাসহ নানা বিষয়ে বাড়ীতে গিয়ে সংগঠনের সদস্যরা সচেতন করছেন। সরকারের পাশাপাশি স্থানীয় বৃত্তবান মানুষদের কর্মহীনদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –