• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ-নিপীড়ন বিরোধী প্রতিবাদী সমাবেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০  

দেশব্যাপী ধর্ষণ- নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে তৃতীয় দিনের মতো আজও উত্তাল ঠাকুরগাঁও শহর।

বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তায় ধর্ষণ-নিপীড়ন বিরোধী প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সমাবেশে বক্তরা বলেন, প্রভাবশালী মহলের চাপে ধর্ষণ-নিপিড়ন, নারী ও শিশু নির্যাতন আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকে। এতে সারা দেশে ধর্ষণ ও নিপিড়ন দিন দিন বেড়ে যায়। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন বক্তারা।


বক্তব্য দেন- তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর রক্ষা কমিটি জেলা শাখার আহবায়ক মাহাবুব আলম রুবেল, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর প্রমুখ।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –