• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাঁওয়ে বিএনসিসির লিফলেট ও মাস্ক বিতরণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১  

মুজিববর্ষ উদযাপন কর্মসূচির স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে করোনা সংক্রমণ ও ডেংগু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালি, লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি, ঠাকুরগাঁও জেলা ইউনিট।

এ উপলক্ষে রোববার সকালে বিএনসিসি, মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড পরিদর্শন ও কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। 

এসময় বিষয় ভিত্তিক বক্তব্য দেন বিএনসিসি ঢাকা রমনা রেজিমেন্টের মেজর সোমেন কান্তি বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আব্দুল্লাহ, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবিএম আব্দুল মজিদ, বিএনসিসি জেলা সমন্বয়ক সহকারী অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।

এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ লিফলেট ও মাস্ক বিতরণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্কুল ও কলেজের ক্যাডেট ও সামরিক প্রশিক্ষকগণ অংশ নেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –