• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ঠাকুরগাঁওয়ে মৌমাছির কামড়ে শিক্ষার্থীসহ আহত ২৫

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

ঠাকুরগাঁওয়ে মৌমাছির কামড়ে শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ছয় জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে জেলার পীরগঞ্জ পৌরশহরের বথপালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ডিএন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী বাবলী আক্তার, পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শাপলা আক্তার, দৌলতপুর গ্রামের রমনী কান্তের ছেলে হরিদাস, রঘুনাথপুর গ্রামের আ. সামাদ শেখের ছেলে বাবুল হোসেন, সাটিয়া গ্রামের সামাদ আলীর ছেলে মিজান আলী, সেতরাই গ্রামের সলেমান আলীর ছেলে খায়রুল ইসলাম। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কের বথপালিগাঁও মন্ডলপাড়া রাস্তার পাশে একটি বটগাছের মৌচাক ভেঙে পড়ে। এ সময় মৌমাছিরা পথচারীদের আক্রমণ করে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় হুল ফুটায়। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে পথচারীরা। মৌমাছির কামড়ে কমপক্ষে ২৫ জন পথচারী আহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মৌমাছির কামড়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরাজুল ইসলাম জানান, মৌমাছির কামড়ের খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়সাল আজম জানান, মৌমাছির কামড়ে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –