• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে রাধাকৃষ্ণের মূর্তিসহ স্বর্ণালঙ্কার-টাকা চুরি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কদমতলী মহামিলনী গীতা আশ্রম থেকে রাধাকৃষ্ণের মূর্তি, স্বর্ণের ও রুপার পাদুকা এবং নগদ টাকা চুরি হয়েছে।

রবিবার সকালে সেবায়েতরা আশ্রমে গিয়ে দেখতে পায় তালা ভাঙা এবং রাধাকৃষ্ণের মূর্তিসহ স্বর্ণের ও রুপার পাদুকা আর মাটির ব্যাংকটি নেই।

আশ্রমের সাধারণ সম্পাদক ভূপাল চন্দ্র রায় জানান, গত শনিবার রাত ১০টার পর সেবায়েতরা আশ্রমে তালা দিয়ে চলে যায়। এরপর অজ্ঞাতনামা চোরেরা আশ্রমের তালা ভেঙে ভেতরে ঢুকে রাধাকৃষ্ণের মূর্তি চুরি করে নিয়ে গেছে। এছাড়াও সেখানে রক্ষিত একটি মাটির ব্যাংকে জমানো ২০ হাজার টাকা, একটি স্বর্ণের পাদুকা যার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা এবং একটি রুপার পাদুকা যার মূল্য আনুমানিক সাড়ে ১৬ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এবং সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –