• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২০  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রয়েল(১২) নামে এক স্কুলছাত্রের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। রয়েল স্থানীয় সিডি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

একই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন রয়েলের সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- সে (রয়েল) মাধবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং স্বাস্থ্যবিধি মেনেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সূত্র মতে, গত বুধবার রাতে রয়েল খাওয়ার পর তার নিজ বাড়ির শোবার ঘরে ঘুমিয়েছিল। গভীর রাতে তার হাতে একটি বিষধর সাপ কামড়ে ধরে। তাৎক্ষণিক জেগে  রয়েল চিৎকার দিয়ে উঠে এবং কাপড় দিয়ে টেনে সাপটিকে ছুঁড়ে ফেলে। সঙ্গে সঙ্গে তার বাবা-মা ঘরে এসে সাপটিকে দেখতে পায়। কিন্তু সাপটিকে মারলে ছেলের ক্ষতি হবে মনে করে না মেরে সাপটিকে পালিয়ে যেতে দেয়। ওই রাতেই রয়েলকে স্থানীয় দুজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়-ফুঁকে কোনো কাজ না হলে পরিবারের লোকজন রয়েলকে অবশেষে স্থানীয় স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম বলেন, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –