• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আরিফুল ইসলাম (১৯) নামে এক বখাটেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমন এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর দিঘলবস্তী গ্রামের মকসেদ আলীর ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল আলম সুমন বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছেলেটি প্রায়ই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি সে প্রধান শিক্ষককে জানালে তিনি পুলিশকে জানান। আজ দুপুরেও আরিফ কিশোরীটিকে উত্ত্যক্ত করছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে স্কুলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বখাটে আরিফকে কারাগারে পাঠানো হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –