• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে ২০০ গাছ লাগালো স্বেচ্ছাসেবক লীগ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জুন ২০২০  

সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বর ও শহরের চারলেন বিশিষ্ট সড়কের ডিভাইডারে দুইশ ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

আগামী তিন মাসের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা, সদর উপজেলার ২১টি ইউনিয়ন ও জেলার আরও ৪টি উপজেলায় ৭ হাজার ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে বলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো জানান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গাছ লাগানো হচ্ছে; আপনারা এ গাছের যত্ন নেবেন। গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া। তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর। গাছগুলো বড় হলে ঠাকুরগাঁও শহরসহ উপজেলার মানুষের নজর কাড়বে ও সৌন্দর্য বৃদ্ধি করবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহদফতর সম্পাদক মো. সাবা, সাংস্কৃতিক সম্পাদক স্বপন কুমার ঘোষ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল, সাংগঠনিক সম্পাদক মিঠুন, দফতর সম্পাদক আবু হাসনাত রুমন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, ঠাকুরগাঁও পৌরসভার ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পান্না, সেচ্ছাসেবক লীগ নেতা নয়ন, সুশানসহ স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –