• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে ৭ দফা দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে স্মারক লিপি দিয়েছে শিক্ষকরা। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা কমিটির ব্যানারে বুধবার (২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

সংগঠনের জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক সরকার, সহসভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমও ইয়াসিন আলীসহ অন্যান্যরা।

বক্তাগণ মুজিববর্ষ উপলক্ষে সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোড নম্বরবিহীন মাদ্রাসা বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভূক্তকরণ, ইবতেদায়ী মাদ্রাসায় অফিস সহায়ক নিয়োগ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা এবং ইবতেদায়ী মাদ্রাসায় আসবাবপত্র ও ভবন নির্মাণসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –