• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঠাকুরগাওয়ে ভিক্ষুকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২১  

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে অবিনাশ লালবাবু (৫৮) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কালুপীর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কের কালুপীরে নুনু স মিলের পাশে পাকা রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় অবিনাশের মৃত্যু হতে পারে। 

তার বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাকোর চান্দহর গ্রামে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –