• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

দিনাজপুরে কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে প্রাণ গেল শিশুর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মার্চ ২০২১  

দিনাজপুরের কাহারোলে একদল কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের পৌরিয়া মামির মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে কাজ করে শিশু হরিদেব শীল বাড়ি ফিরছিল। এ সময় ৮-১০টি কুকুর দল বেঁধে তার ওপর হামলা চালায়। কুকুরগুলো তার শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এক পর্যায়ে কামড়ে তার গলার রগ ছিঁড়ে যায় এবং পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে শিশু হরিদেব শীলকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাবাসুম তাজরুবা তাকে মৃত বলে ঘোষণা করেন।

৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –