• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

দিনাজপুরে বস্তার দোকানের আড়ালে মাদক কারবার, আটক ৩

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২১  

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ ১২ মাদক মামলার আসামি মো. রাজু আহম্মেদসহ দুজন মাদক কারবারিকে আটক করছে থানা পুলিশ।

শনিবার (১৫ মে) রাত ৮টায় হিলি বাজার সংলগ্ন সাইকেল হাটি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হিলি মধ্যবাসুদেবপুর বাজার সংলগ্ন সাইকেল হাটির ১২ মাদক মামলার আসামি মৃত জহুরুল হকের ছেলে মো. রাজু আহম্মেদ (৪৫) ও মাঠপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে মো. জুয়েল রানা বান্টি (৩০)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজু ট্রেডার্সের বস্তার দোকান ঘরে অভিযান চালিয়ে রয়েল স্টেগসহ বিভিন্ন কম্পানির ৩৫ বোতল ভারতীয় মদ, ইনটেক্ট ৫ (পাঁচ) বোতল ফেনসিডিল ও ৩০টি ফেনসিডিলের খালি বোতলসহ তাদের আটক করা হয়। হাকিমপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –