• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ধান কাটতে ঠাকুরগাঁও থেকে গাজীপুরে ৪০ শ্রমিক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

করোনাকালে শ্রমিক সংকট দূর করতে ও নিজেদের পরিবারের অভাব ঘোচাতে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ৪০ জন কৃষিশ্রমিক ধান কাটার জন্য গাজীপুর, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হয়েছেন।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে বিশেষ বাসে করে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ৪০ জন কৃষিশ্রমিক ধান কাটার উদ্দেশে রওনা হন।

এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম তাদের বিদায় জানান। আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ৪০ জন শ্রমিককে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়েছে, যাতে লকডাউনে যাতায়াতে তারা কোনো সমস্যায় না পড়েন। তাদের নিয়ে একটি বাস গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছে।শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে ধান কাটবেন।

চলতি মৌসুমে এ পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১৬ জন কৃষিশ্রমিক গাজীপুর, কুলিল্লা, বগুড়াসহ বিভিন্ন জেলায় ধান কাটতে গেছেন। তাদের প্রত্যেককেই ইউএনও অফিস থেকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –