• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নিখোঁজের একদিন পর গর্ত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নিখোঁজের একদিন পর গম ক্ষেতের গর্ত থেকে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে মরদহটি উদ্ধার করা হয়। নিহত তৈয়ব আলী ঘুটু একই এলাকার খনির উদ্দীনের ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে গোগর চৌরাস্তা বাজারে যান তৈয়ব আলী। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি স্বজনরা। সকালে স্থানীয়রা ঝাড়বাড়ি এলাকার একটি গম ক্ষেতের মাটির গর্তে তার হাত-পা বাঁধা মরেদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিহতের ভাই বাবুল জানান, টাকা-পয়সা নিয়ে তৈয়বের সঙ্গে ব্যবসায়ীর দ্বন্দ্ব ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে। মোবাইল ও পরনের জ্যাকেট উদ্ধার করতে পারলেই আসল রহস্য জানা জাবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –