• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

নিমিষেই হাত থেকে দূর করুন মাংসের গন্ধ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ আগস্ট ২০২০  

কোরবানির মৌসুমে গরুর মাংস বেশি খাওয়া হয়ে থাকে। কিন্তু মাংস খাওয়ার পর হাতে যে গন্ধ থাকে সেটা শুধুই হ্যান্ডওয়াশ দিয়ে মিলিয়ে যায় না। এ কারণে হাতে মাংসের গন্ধ লেগেই থাকে। তাই হাত গন্ধমুক্ত রাখতে কিছু কৌশল জেনে নিতে পারেন—

লেবু

হাতে মাংসের দুর্গন্ধ দূর করতে লেবু বেশ কার্যকরী। এক টুকরা লেবু হাতে ভালোভাবে ঘষে নিলে উপকার পাওয়া যাবে। লেবুতে অ্যাসিড থাকার কারণে তা অনেকের ত্বকে সহ্য হয় না। হাত রুক্ষ হয়ে যেতে পারে। এক্ষেত্রে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। সরিষার তেলও হাতের নমনীয়তা বজায় রাখে এবং গন্ধ দূর করতে সাহায্য করে।

লবণ

খানিকটা লবণ ও সামান্য পানি হাতে নিয়ে দুহাতে ঘষতে হবে। চাইলে লবণের সঙ্গে দুই ফোঁটা পছন্দসই এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে খুব সহজেই হাতে লেগে থাকা মাংসের দুর্গন্ধ দূর হবে।

হলুদ

পানি দিয়ে ভালোভাবে ধুয়ে হাতে ও পায়ে খানিকটা হলুদ মাখিয়ে নিতে পারেন। এরপর হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ভিনিগার

মাছ, মাংস, পেঁয়াজ ইত্যাদির তীব্র গন্ধ দূর করার জন্য এই মিশ্রণ বেশ কার্যকর। হাতে খানিকটা ভিনিগার নিয়ে ভালোভাবে ঘষে বাতাসে শুকান। তারপর সাবান দিয়ে ধুয়ে লোশন লাগিয়ে নিন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –