• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নীলফামারীতে জনশুমারী ও গৃহগণনা’২১ উপলক্ষে অবহিতকরণ সভা

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১  

জনশুমারী ও গৃহগণনা ২০২১ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। গতকাল বৃহস্পতিবার(২৮ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

সভায় জনশুমারী ও গৃহগণনা ২০২১’র কার্যক্রম ‘জোনাল অপারেশন’ বিষয়ক তথ্য উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আতাউর রহমান।

এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। সভায় যথাযথ ভাবে শুমারী কার্যক্রম পরিচালনায় সরকারের গৃহিত উদ্দেশ্য বাস্তবায়নে সকলের সহযোগীতা চাওয়া হয়েছে।
 
পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান জানান, আগামী ২৫ থেকে ৩১অক্টোবর পর্যন্ত সারাদেশে একযোগে এই শুমারী কার্যক্রম শুরু হবে। আনুষ্ঠানিক ভাবে কর্মসুচীর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নীলফামারী জেলায় ম্যাপিং তৈরি, জিও কোড প্রস্তুত করা হচ্ছে। পরবর্তিতে গণনাকারী, সুপারভাইজারদের প্রশিক্ষণ দেয়া হবে। একজন গণনাকারীর আওতায় অন্তত ১০০টি পরিবার আওতাভুক্ত হবে এবং ৫ থেকে ৬জন গণনাকারীর জন্য একজন করে সুপারভাইজার কাজ করবেন। 

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –