• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

পঞ্চগড়ে ড্রেজারের বালিতে প্রাণ গেল দুই শিশুর

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে খনন কাজের সময় বালি চাপা পড়ে হৃদয় ইসলাম (৭) ও আল আমিন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার রাতে (৮টায়) বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের শিকারপুর এলাকায় করতোয়া নদীতে এই ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং আল আমিন হাসান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বাড়ির পাশে নদীতে খেলতে যায় আল আমিন ও হৃদয়। সন্ধ্যা নামলেও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নদী খননের জন্য ব্যবহৃত ড্রেজার মেশিনের বালি ও পানি নির্গত হওয়ার স্থানে একজনে পা দেখতে পায় তারা। পরে বালুর নিচ থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই স্থানে অসাবধানতাবশত তারা ড্রেজারের বালির মধ্যে চাপা পড়ে।

বোদা থানার উপপরিদর্শক জাহিদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –