• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

পঞ্চগড়ে ফের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

দেশের সর্ব উত্তরের জেলা হিমালয়ের কন্যা পঞ্চগড়ে গত দু’সপ্তাহ ধরে হ্রাস পাচ্ছে তাপমাত্রা। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের দাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপাকে পড়েছে সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ ১১ দশমিক ৫ ডিগ্রিই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের অতি নিকটে পঞ্চগড় অবস্থিত হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তাপমাত্রা নিম্ন থাকে এবং মৌসুমে এ জেলায় প্রথম শীত নেমে যায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও শীত পড়ে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলো দেখা গেলেও শীতের তীব্রতা যেন থেকেই যাচ্ছে। তাপমাত্রা এ কয়েক দিনে আরও হ্রাস পাবে বলে আবহাওয়া অফিস জানায়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –