• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পীরগঞ্জে কান্দাল ফসল চাষে কৃষক প্রশিক্ষণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কান্দাল ফসল চাষে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পীরগঞ্জ অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম ও অফিসার্স ক্লাবে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী প্রশিক্ষণে গোল আলু, মিষ্টি আলু, লতি কচু, পানি কচু, মুকি কচু চাষাবাদ পদ্ধতি ও বিভিন্ন রোগ বালাই নিয়ে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষিবিদ আনিসুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লায়লা আঞ্জুমান ও তানিয়া তাবাসসুম। 

প্রসঙ্গত, দুইটি ভেন্যুতে ৩০ জন করে ৬০ জন কৃষক প্রশিক্ষনে অংশ নেয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –