• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগঞ্জে নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২১  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পৌর শহরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন জগথা বিলডাঙ্গী এলাকায় এ বাস স্ট্যান্ডের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।

এসময় ঠাকুরগাঁও জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মিন্টু, সড়ক সম্পাদক মোঃ বাবু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দিনাজপুর জেলা বাস পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী বাবু, সম্পাদক প্রিন্স চৌধুরী, রোড সেক্রেটারী হাফিজ উদ্দিন, সেলিনা পরিবহনের মালিক মাহমুদুর রহমান, হক পরিবহনের মালিক মোঃ সেলিম, মটর পরিবহনের শ্রমিক ইউনিয়ন নেতা আনারুল হক, লিয়াকত আলী, হামিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাদেক আলী প্রমূখ।

এখন থেকে পীরগঞ্জ-দিনাজপুর ভায়া বীরগঞ্জ, পীরগঞ্জ-দিনাজপুর ভায়া সেতাবগঞ্জ ও পীরগঞ্জ-ঠাকুরগাঁও রুটের যাত্রীরা এ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন স্থানে যেতে পারবেন।

এর আগে পীরগঞ্জ-দিনাজপুর ভায়া বীরগঞ্জ রুটের যাত্রীরা গুয়াগাঁও বাস স্ট্যান্ড থেকে, পীরগঞ্জ-দিনাজপুর ভায়া সেতাবগঞ্জ রুটের যাত্রীরা বাঁশগাড়া বাস স্ট্যান্ড এবং পীরগঞ্জ-ঠাকুরগাঁও রুটের যাত্রীরা শহরের বিভিন্ন স্থান থেকে বাসে উঠতো। এ নতুন বাস স্ট্যান্ডের উদ্বোধন হওয়ায় যাত্রী সাধারনের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

এলাকাবাসী মনে করেন, সরকার এলাকার যানজট নিরসনে নানা ধরনের পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় নতুন আারেকটি বাস স্টান্ডের উদ্বোধন হলো। যোগাযোগ ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞগণ।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –