• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পুকুর খননে বেড়িয়ে এল ৭৫ কেজির বিষ্ণুমূর্তি

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় পুকুরের মাটি খুঁড়তে গিয়ে ৭৫ কেজি ওজনের পুরনো কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রয়ণ কেন্দ্রের লেউটিহাড়ির  একটি প্রাচীন পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে লেউটিহাড়ি পুকুর খনন কাজ শেষে শ্রমিকরা চলে যান। সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরপাড়ে মূর্তিটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।

রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, ভেলারহাট সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়। মূর্তিটির ওজন ৭৫ কেজি। এটি ৩০ ইঞ্চি লম্বা ও ১ ফুট প্রস্থের। মূর্তিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –