• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

প্রাথমিকের প্রধান শিক্ষকদের গ্রেড উন্নীত হবে- প্রতিমন্ত্রী

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২১  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল বৈষম্য দূর করে ১০তম গ্রেডে উন্নীত করা হবে। শিক্ষকরা প্যারালাইসিস হলে, এদেশ প্যারালাইসিস হবে। তাই শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে। এদেশের শিক্ষকদের দিকে তাকিয়ে আছে বঙ্গবন্ধু, আর আপনারাই এদেশ।’

সোমবার সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে কোভিড-১৯ পরিস্থিতিতে শিশুদের পাঠদান চলমান রাখার বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির নির্দেশনামুলক বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।

তিনি বলেন, শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে তাদের এরিয়ার গ্রামগুলোতে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করতে হবে। শিক্ষার্থীদের খোঁজ-খবর নিতে হবে। তাদের সঙ্গে বৈঠক করতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে নির্দেশনামুলক বক্তব্য দেন, প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –