• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত, নুর আলম ২ দিনের রিমান্ডে

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার দায়ে গ্রেফতার হওয়া নুর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল আদালত। বৃহস্পতিবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করার বিষয়টি খতিয়ে দেখতে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি বলেন, ১ জানুয়ারি বিকেলে উপজেলা শহরের থানা সড়কের পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে আঘাত করে উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসান আলীর ছেলে নুর আলম। এতে ম্যুরাল আংশিক ভেঙে যায়। এ সময় স্থানীয়রা নুর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –