• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বালিয়াডাঙ্গীতে জীবাণুনাশক স্প্রে ছিটালো ব্র্যাক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে ব্র্যাকের কর্মীরা। 

রবিবার চৌরাস্তা বাজারসহ আশপাশের এলাকাগুলোকে জীবাণূ মুক্ত রাখতে এ কার্যক্রম পরিচালনা করেন বলে জানান ব্র্যাকের বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক আব্দুল মজিদ।

তিনি বলেন, ব্র্যাকের পক্ষ থেকে এলাকায় মাইকিংয়ের মাধ্যমে করোনা ভাইরাসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ব্র্যাকের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে হাতে হাতে সচেতন মূলক লিফলেট বিতরণ করছেন।

এ কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন অংশ নেন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –