• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বালিয়াডাঙ্গীতে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদিন নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে আসার পথে বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ভারতের ১০০ গজ অভ্যন্তরেই নিহত হন ওই যুবক । 

জয়নাল আবেদিন রানীংকৈল উপজেলার জনগাও ভাংবাড়ি গ্রামের মো. সমির উদ্দিন ওরফে মাঝিলের ছেলে বলে জানান নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, আমরা জানতে পেড়েছি তিনি আগে বাংলাদেশি ছিলেন। ৮-১০ বছর আগে ভারতে চলে গেছেন সেখানেও তার পরিবার আছে।  তিনি ভারতেই থাকতেন। তিনি বর্ডারে গুলি খাওয়ার পরে তার মরদেহ পোস্টমর্টেমের জন্য ভারতে নেয়া হয়েছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –