• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বিরামপুর সীমান্ত, ভারতে পাচারকালে ২৬টি মোবাইল উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ২৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। তবে এই ঘটনায় তারা এ কাউকে আটক করতে পারেনি।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা দক্ষিণ দামোদরপুর সীমান্ত এলাকায় মোবাইলগুলো উদ্ধার করা হয়। বিজিবির ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হান্নান মুঠোফোনে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাম্পকমান্ডার হান্নান বলেন, বুধবার দুপুরে দক্ষিণ দামোদরপুর সীমান্তের ২৮৯/৪এস পিলারের কাছে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে দুই যুবক ভারতে পাচারের উদ্দেশ্যে একটি ব্যাগে করে মোবাইলগুলো নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামতে বললে তারা ব্যাগটি রেখে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৭টি বিভিন্ন মডেলের টাস এবং ১৭টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বর্ডারগার্ড বিজিবি রয়েছে। মাদকসহ সকল চোরাচালান প্রতিহত করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –