• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বেরোবি শিক্ষক আকতারের অকাল মৃত্যু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২১  

শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুল ইসলাম। গতকাল শুক্রবার (১৪ মে) দুপুরে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামে। দুইটি ছোট সন্তানসহ (একটি ছেলে একটি মেয়ে) অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা তৌফিকুল ইসলাম। তিনি বলেন, গতকাল তরমুজ খেয়ে হঠাৎ পেটের সমস্যা দেখা দিলে ডাক্তার দেখানোর পর ওষুধ খেয়ে একটু সুস্থ হন। এরপর আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে আবার অসুস্থতাবোধ করেন। এরপর হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করতেই নিজ বাড়িতে মারা যান।

(শুক্রবার) বাদ মাগরিব পীরগঞ্জ ভেলাতৈড় জামতলী স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থান দাফন কাজ সম্পন্ন হয়।

তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বেরোবি শিক্ষক সমিতি, বেরোবি শাখা ছাত্রলীগ, বেরোবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করা হয়।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –