• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ভারতের শিক্ষাবৃত্তি পেল দুই হাজার মুক্তিযোদ্ধার সন্তান

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করা হয়েছে। ২০১৭-১৮ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়। তারই অংশ হিসেবে ২০১৯-২০২০ সালে দুই হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দিয়েছে ভারত। পাঁচ বছরে মোট ১০ হাজার মুক্তিযোদ্ধা সন্তানকে বৃত্তি দেবে ভারত। 
 
সোমবার ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্প ২০১৯-২০২০ এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ। এদিন ভার্চুয়াল আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ঢাকায় ভারতে এই হাইকমিশনার। 

হাইকমিশন জানিয়েছে, মুক্তিযোদ্ধার সন্তানেরা স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিকে ২০ হাজার টাকা করে বৃত্তি পাচ্ছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে তাদের এ্যাকাউন্টে টাকা স্থানান্তরের কথা জানিয়েছে হাইকমিশন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া এই শিক্ষাবৃত্তি এ পর্যন্ত ১০ হাজার জনকে দিয়েছে ভারত সরকার।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –