• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ভ্যাকসিনের মান ও কার্যকারিতা নিশ্চিতে প্রটোকল

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

করোনা ভ্যাকসিনের মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে ‘ফার্মাকোভিজিল্যান্স প্রটোকল ফর কোভিড-১৯ ভ্যাকসিন’ শীর্ষক প্রটোকলটি গেজেট আকারে প্রকাশিত হতে যাচ্ছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখা থেকে প্রটোকলটি গেজেট আকারে প্রকাশের নির্দেশনা দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রেটোকলে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া ফলোআপ করাসহ সামগ্রিক ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার বিস্তারিত তথ্য-উপাত্ত রয়েছে।

জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় সিভিল সার্জনকে সভাপতি ও ডেপুটি সিভিল সার্জনকে সদস্য সচিব করে আট সদস্যের কমিটি থাকবে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক বা সুপারিনডেনটেন্ট অব ড্রাগস, মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন সাব স্পেশালিস্ট, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার, ইপিআই সুপারিনডেনটেন্ট এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সভাপতি ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা বা মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ছয় সদস্যের কমিটি গঠিত হবে। অন্য চার সদস্য হলেন- মেডিসিন স্পেশালিস্ট বা মেডিসিন সাব স্পেশালিস্ট, সংশ্লিষ্ট জোনাল মেডিকেল অফিসার বা সহকারী হেলথ অফিসার, ইপিআই সুপারভাইজার এবং স্থানীয় সহকারী পরিচালক বা ওষুধ প্রশাসন অধিদফতরের সুপারিনডেনটেন্ট অব ড্রাগস।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –