• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাঝমাঠ থেকে সরাসরি গোল, ভেঙে গেল আগের রেকর্ড

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

বল মাঝমাঠে। সেখান থেকেই লক্ষ্য করেছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক অনেকটা এগিয়ে এসেছেন। তাই হাফলাইন থেকেই বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দিলেন তারকা। চলতি ইউরো প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্র বনাম স্কটল্যান্ড ম্যাচে এমনই অবিশ্বাস্য একটি গোল হয়েছে।

সোমবার রাতের ম্যাচে চেক প্রজাতন্ত্র ২-০ গোলে হারায় স্কটল্যান্ডকে। চেকদের হয়ে দুটো গোলই করলেন প্যাট্রিক শিক। তবে দ্বিতীয় গোলই শিককে নায়কের আসনে বসিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্রের অর্ধে আক্রমণে উঠে বলের দখল হারিয়ে ফেলেছিলেন স্কটিশরা। এরপর পাল্টা-আক্রমণে উঠে আসেন চেক তারকা শিক। অন্যদিকে স্কটল্যান্ডের গোলরক্ষক ডেভিড মার্শাল অনেকটাই উঠে এসেছিলেন। গোলপোস্ট অরক্ষিত দেখেই শিক লম্বা বাঁকানো শট নেন, যা জালে জড়িয়ে যায়।

মার্শাল বল আয়ত্তে আনার চেষ্টা করলেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তারপরেই হ্যাম্পডেন পার্কে কর্ণারের সামনে গিয়ে কয়েকজন চেক সমর্থকের সঙ্গে উদ্দাম উদযাপনে মাতেন শিকরা।

ইউরোর ইতিহাসে এটাই সবথেকে দূর থেকে করা গোল। এর আগে দূর থেকে করা গোলের রেকর্ড ছিল ৩৮.৬ মিটারের। জার্মানির মিডফিল্ডার টর্টসেন ফ্রিংস ২০০৪ সালের ইউরোতে সেই রেকর্ড গড়েন। আর সোমবার চেক প্রজাতন্ত্রের শিক সেই রেকর্ড ভেঙে দেন ৪৯.৭ মিটার দূর থেকে গোল করে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –