• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে সমর্থন গ্রেটা থুনবার্গের

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০  

জলবায়ু আন্দলোনকারী গ্রেটা থুনবার্গ মার্কিন ভোটাদের কাছে সরাসরি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে বেছে নেওয়ার জন্য। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি কোনো রাজনীতিও করেন না। 

জলবায়ু নিয়ে বিশ্বে যে আন্দোলন চলছে তাতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী দিনে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন এই তরুণী। আর সেই কারণে পরিবেশ নিয়ে যেসব মানুষ সচতেন তাঁদের কাছে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে বেছে নেওয়ার আহ্বান তার। 

১৭ বছর বয়সী গ্রেটা টুইট বার্তায় লিখেছেন, আমি কখেনোই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। কিন্তু আসন্ন মার্কিন নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে। জলবায়ুর দৃষ্টিকোণ থেকে এটা যথেষ্ট দূরে আর আপনাদের অনেকেই অবশ্যই অন্যান্য প্রার্থীদের সমর্থন দিচ্ছেন। কিন্তু, আমি বোঝাচ্ছি… আপনারা জানেন…জঘন্য! সংগঠিত হন এবং সবাই #বাইডেনকে ভোট দিন।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –