• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মুশফিকদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০  

দীর্ঘ চার মাস পর বাংলাদেশ ক্রিকেটারদের পদচারণা ফিরেছে খেলার মাঠে, হয়েছে সীমিত পরিসরে অনুশীলন। এবার ঈদের পরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে হাইপারফরমেন্স, অনূর্ধ্ব-১৯ এবং নারী দলকে অনুশীলনে ফেরানোর পালা। এ লক্ষ্যে ক্রিকেট অপারেশন্স নিয়মিত সভা করছেন বিভিন্ন টেকনিক্যাল কমিটির সঙ্গে। জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। সঙ্গে দীর্ঘদিন পরে অনুশীলনে ফেরা ক্রিকেটারদের ফিটনেস নিয়েও নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।

প্রায় ৪ মাস পর অনুশীলন। ছিলো শঙ্কা, ছিলো ভয়। তবে সবকিছু জয় করেই মাঠে ফিরেছেন মুশফিক-মিঠুনরা। প্রমাণ করেছেন নিজেদের ফিটনেস লেভেল।

দীর্ঘদিন পর অনুশীলনে ফেরায় ছিলো ইনজুরির হাতছানি। শুরুর দিকে দম ধরে রাখাসহ সমস্যা হয়েছে ক্রিকেটারদের খাপ খাইয়ে নিতেও। তবে শেষ পর্যন্ত সব বাধা উৎরে গেছেন তারা। এটাকে অন্য ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক বলছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘লম্বা সময় পর ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও কিছুটা সমস্যা হয়েছে। তবে তা কাটিয়ে নিতে পারবে তারা। ধারাবাহিকতা থাকলে কোন সমস্যা হবার কথা নয়। ফিটনেস ধরে রাখতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।’

দেশে করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও ২২ গজে প্রাণ ফেরাতে বসে নেই বিসিবি। হাতে নিচ্ছেন নানা পরিকল্পনা। ঈদের পরে অনুশীলনে ফেরানো হতে পারে পুরো দলকে। এমনকি পরিকল্পনা আছে বোর্ডে অন্য ইউনিট নিয়েও।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি অন্যদেরও অনুশীলনে ফেরাতে। শুধু জাতীয় দল নয়, জুনিয়র দলগুলোকেও এর আওতায় আনতে হবে।

প্রথমধাপে দেশের ৪ ভেন্যুতে ঐচ্ছিক অনুশীলন করেছেন ১৪ ক্রিকেটার।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –