• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০  

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে আনোয়ার হোসেন(২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে ওই ইউনিয়নের যাদবপুর গ্রামের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার ওই গ্রামের শহিদার রহমানের ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক।

চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আনোয়ার। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার দুপুরের দিকে বাড়ির পাশেই একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান আরও জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাঁশঝাড়ে মরদেহ ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –