• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

রংপুরে ন্যায্যমূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি শুরু

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১  

করোনা পরিস্থিতিতে প্রাণিজ পুষ্টি নিশ্চিতে রংপুরে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে নগরীর প্রধান ডাকঘরের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় প্রাণিসম্পদ অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক শাহ জালাল খন্দকার, ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল হক, রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এস এম আশিকুর রহমান, রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র জানায়, শহরের কেরানী পাড়া মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, লালকুঠি মোড়ে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, সিটি বাজার এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, শালবন মিস্ত্রি পাড়া এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, শাপলা মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও লালবাগ বাজার মোড় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ টিমের কাছ থেকে যে কেউ এসব পণ্য সংগ্রহ করতে পারবেন।

সূত্র আরও জানায়, প্রতি লিটার দুধ ৫৫ টাকা, ডিমের হালি ২৬ টাকা এবং মুরগি (কক) কেজি ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –