• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রমেক হাসপাতাল থেকে বেড পাচারকালে চিকিৎসক আটক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেড পাচারকালে হাসপাতালের এক চিকিৎসককে বেডসহ আটক করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ সংলগ্ন পূর্ব গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

পূর্ব গেট এলাকার বাসিন্দা আবু হানিফ জানান, বুধবার দুপুরের দিকে একটি ভ্যানে করে হাসপাতালে রোগীদের থাকার জন্য একটি নতুন বেড নিয়ে যাবার সময় বেশ কয়েকজন ভ্যানটি আটক করে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকের অফিসার ডা. একে এম শাহীনুর রহমান জানান, তিনি তার মায়ের চিকিৎসার জন্য বেডটি হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে জানান। এরপর তার কাছে এ সংক্রান্ত কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় বেডসহ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপপাতালে পরিচালকের কাছে সোপর্দ করা হয়। 

ঘটনার সত্যত্যা স্বীকার করে হাসপাতালে পরিচালক ডা. রেজাউল করিম বলেন, সরকার হাসপাতালের বেড বাইরে নেয়ার কোনো নিয়ম নেই। বিষটি তদন্ত করে চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –