• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সরকারি চাকরিতে প্রবেশে ৫ মাস ছাড় দিয়ে আদেশ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতিকালে ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমার ক্ষেত্রে ৫ মাস ছাড় দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দীপংকর বিশ্বাস সই করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যেসব মন্ত্রণালয় বা বিভাগের অধীনে পরিদফতর, সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে সরকারি চাকরিতে (বিসিএস ব্যতিত) সরাসরি নিয়োগের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ হতে ২৫ মার্চ (২০২০) এর আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নেয়ার পরও কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দফতরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ (২০২০) তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরকে নির্দেশ দেয়া হলো।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –