• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুরের জেলা প্রশাসক

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় রিকশায় ঠাকুরগাঁও থেকে আসা অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ৯ ঘণ্টা ১১০কিলোমিটার রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ সন্তানকে নিয়ে আসেন তারেক ইসলাম নামে এক বাবা।

গতকাল দুপুরে জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অসুস্থ শিশুটিকে দেখতে যান। এসময় তিনি জানান যে, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শিশুটির চিকিৎসার সকল ব্যয় বহন করবেন।
এসময় তিনি শিশুটির মাতার হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন।

এসময় তিনি আরও জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিতভিত্তিতে শিশুটির চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শিশুটির চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –