• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বাঁশখালীতে ৩৪ জলদস্যুর আত্মসমর্পণ

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০  

চট্টগ্রামের বাঁশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ১১টি বাহিনীর ৩৪ জন জলদস্যু। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা। 

এর ফলে তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া অন্যান্য চলমান অন্য মামলাগুলো প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের ধারাবাহিক অভিযানের কারণে এর আগেও সুন্দরবনের অনেক জলদস্যু আত্মসমর্পণ করেন। এরই ধারাবাহিকতায় আজ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাবের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে বাঁশখালী, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার ১১টি বাহিনীর ৩৪ জলদস্যু।

আত্মসমর্পণকারী জলদস্যুরা মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী, পেকুয়া ও চকরিয়ার বিভিন্ন দস্যু বাহিনীর সদস্য ছিলেন বলে জানা গেছে।

– দৈনিক ঠাকুরগাঁও নিউজ ডেস্ক –